ভোলার নতুন গ্যাসক্ষেত্র থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন

ভোলার নতুন গ্যাসক্ষেত্র থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন
ভোলা জেলার শাহবাজপুর গ্যাস ফিল্ডের নতুন কূপ ইস্ট-১ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)
বুধবার গ্যাস উত্তোলন কার্যক্রম শুরু করে বাপেক্স।   সকাল সাড়ে দশটা পর্যন্ত ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়।
এর মাধ্যমে নতুন কূপটিতে গ্যাসের সন্ধান নিশ্চিত হলো।
বাপেক্সের ব্যবস্থপনা পরিচালক মো: নওশাদ ইসলাম জানান, বিভিন্ন উপাত্ত অনুযায়ী গ্যাসের যে পরিমাণ মজুদের ধারণা করা হয়েছিল, তার সঙ্গে বাস্তব অবস্থার মিল পাওয়া গেছে। এখন পর্যন্ত ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে, তবে এর উৎপাদন হারটা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এতে বোঝা যাচ্ছে এখানে গ্যাসের ভালো রিজার্ভ রয়েছে।
মাটির ৩৪’শ মিটার নিচ থেকে গ্যাসটা উত্তোলন চলছে জানিয়ে তিনি বলেন, আমরা একটু একটু করে এগুচ্ছি।   গ্যাসের প্রবাহও বাড়ছে।   আশা করছি ৩০ মিলিয়ন ঘনফুট পার হয়ে যাবে গ্যাসের পরীক্ষামূলক উত্তোলন। এ প্রক্রিয়া আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত চলবে।
গত ৬ আগষ্ট বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বোরহানউদ্দিনের শাহাবাজপুর গ্যাস ফিল্ডের নতুন গ্যাস কূপ খনন কাজের উদ্বোধন করেন।
এরপর ২৩ অক্টোবর সোমবার মন্ত্রীসভার বৈঠকের পর মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের নতুন গ্যাস ক্ষেত্রের ৭’শ বিলিয়ন ঘনফুট গ্যাস সন্ধানের কথা জানান।
বিডিপ্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৭/ ই জাহান

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা