পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও শীত কমেনি

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও শীত কমেনি
পঞ্চগড়ের শীতার্ত মানুষের জীবনযাত্রা এখনো স্বাভাবিক হয়নি। আবহাওয়ার তাপমাত্রা বাড়লেও শীত কমেনি। শেষ বিকেল থেকে দুপুর পর্যন্ত একটানা ঘনকুয়াশায় ঢেকে থাকছে পঞ্চগড় জেলা। দুপুরের পর সূর্য উঠলেও শৈত্যপ্রবাহ থাকায় শীত কমছে না। তীব্র এই শীতে শ্রমজীবী মানুষদের কর্মহীন করে ফেলেছে। অসহায় এসব মানুষ ঘর থেকে বের হতে পারছেন না।
শীতবস্ত্রের অভাবে দুর্বিষহ জীবনযাপন করছেন নিম্ন আয়ের মানুষ। অসহায় এসব মানুষকে শীতবস্ত্রের পাশাপাশি খাদ্য সহায়তা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শীতবস্ত্র ও গরম কাপড় না থাকায় দরিদ্র অসহায় ছিন্নমূল দিনমজুর শ্রেণির মানুষ কাজে যেতে পারছে না। হাড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে মানুষ শীত নিবারণের চেষ্টা করছে। শীতের কারণে রাতে ঘুমোতে পারছে না মানুষজন। ভোর হতেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এ পর্যন্ত পঞ্চগড় জেলায় সরকারিভাবে ৩৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অনেক কম।
বৃহস্পতিবার পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল ৬টায় তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. তৌহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। শীত প্রবণ পঞ্চগড় জেলার শীতার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান পঞ্চগড়বাসীর।
ইত্তেফাক/জামান

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা