গাঁজা বিক্রির দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

গাঁজা বিক্রির দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড
ছবি: ইত্তেফাক
মানিকগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যার পর মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আবু দারদা এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার চান্দইর এলাকার মো. আলেকজান্ডার (৩৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৩০)।
মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাঁজা মজুদ করে বিক্রি করে আসছিলেন আলেকজান্ডার ও তার স্ত্রী আকলিমা। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ওই দম্পতিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালত স্বামী আলেকজান্ডারকে দুই বছর এবং তার স্ত্রী আকলিমাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
ইত্তেফাক/জেডএইচ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা