ভারতকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানো নিয়ে পাকিস্তানের হুশিয়ারি
পাকিস্তানে একবার ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায় তাহলে তার জবাবে ভারতে ১০বার এরকম হামলা চালানো হবে বলে হুশিয়ারি জানিয়েছেন দেশটির সেনাবাহিনী।
শনিবার পাকিস্তানের সেনাবাহিনীর ‘ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস’-এর মুখপাত্র মেজর জেনারেল আসিফ ঘাফুর বলেন, ভারত যদি একবার পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, আমরা তবে ১০ বার ভারতের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালাব। পাকিস্তান সেই ক্ষমতা রাখে।
লন্ডনে গণমাধ্যমকে এসব কথা বলেন ঘাফুর। বর্তমানে তিনি ও পাক-সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সেখানে সফররত আছেন। ঘাফুর আরো বলেন, পাকিস্তানের বিরুদ্ধে এমন ‘মিসঅ্যাডভেঞ্চার’ করতে ইচ্ছুকদের পাকিস্তানের সক্ষমতা নিয়ে কোন সন্দেহ থাকা উচিত নয়।
তিনি বলেন, পাকিস্তান যুদ্ধ করতে প্রস্তুত। কিন্তু, দেশের মানুষের কথা ভেবেই হাতে অস্ত্র না-তুলে, 'শান্তি' স্থাপনে গুরুত্ব দিয়েছে। -এইসময় ও এনডিটিভি
ইত্তেফাক/ জেআর
Comments