দুই সমকামী পেঙ্গুইনের কাণ্ডে তোলপাড় সোশ্যাল মিডিয়া (ভিডিও)
দুইটি সমকামী পেঙ্গুইনের কাণ্ডে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সমকামী দুইটি পেঙ্গুইনের নাম স্ফেন এবং ম্যাজিক। স্ফেন ম্যাজিককে ভালবাসে। আর তার ভালবাসা প্রকাশ করার জন্য ম্যাজিককে একটি স্পেশ্যাল পাথরের টুকরা দিয়ে প্রপোজ করে। আর এই দৃশ্যে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। শুরু হয় তোলপাড়। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে বলা হয়, ওই দুই পেঙ্গুইন কে একটি ডিম দিলে তারা তার অনেক যত্ন নেয়। এছাড়া এর জন্য তারা নিজেরদের ছোট বাসাকেও বড় করে বানাতে শুরু করে।
পেঙ্গুইন দুটির দেখাশোনা করেন এমন এক কর্মী, সংবাদমাধ্যমে বলেন, গত একবছর ধরে ওই দুই পেঙ্গুইন একে অপরকে ছেড়ে যায়নি। তারা দুজনেই একে অপরের দেখভাল করে।
সোশ্যাল মিডিয়াতে দুই সমকামী পেঙ্গুইনের খবর ভাইরাল হলে অনেকে অনেক মন্তব্য করেন । অনেকে বলেন, আমার মন খারাপ হলে আমি দুই সমকামী পেঙ্গুইনের খবরটা মনে করি।
কেউ আবার বলেন, দুইটি সমকামী পেঙ্গুইনের কাহিনী নিয়ে এত লাফালাফি করার কিছু নেই।
ইত্তেফাক/এসআর
Comments