ইউক্রেনে নিহত বিদ্রোহী নেতার শেষকৃত্যে লাখো মানুষের অংশগ্রহণ

ইউক্রেনে নিহত বিদ্রোহী নেতার শেষকৃত্যে লাখো মানুষের অংশগ্রহণ
ইউক্রেনে বিস্ফোরণে নিহত রুশ-পন্থী বিদ্রোহী নেতা আলেক্সান্ডার জাখারচেঙ্কোর শেষকৃত্যে অংশ নিয়েছে প্রায় এক লাখ মানুষ। রবিবার বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ডনেতস্ক’এ নিহত নেতার লাশবাহী পতাকায় মোড়ানো কফিন দেখতে, আত্ম-স্বীকৃত ডনেতস্ক পিপল’স রিপাবলিকের এক থিয়েটারে হাজির হয়েছিলেন তারা।  
 
জাখারচেঙ্কো শুক্রবার ডনেতস্কের এক ‘কফি শপে’ বিস্ফোরণের ঘটনায় মারা যান। বিস্ফোরণে তার দেহরক্ষীও প্রাণ হারায়। আহত হয়েছে আরো ১২ জন। 
 
প্রসঙ্গত, জাখারচেঙ্কো ছিলেন ইউক্রেনের চার বছর ধরে চলমান সংঘাতের রুশ-সমর্থিত পক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এর আগে তিনি আরো দুইবার আহত হয়েছিলেন। ২০১৪ সালে একবার এক গাড়ি বোমা হামলা থেকে বেঁচে গিয়েছিলেন। 
 
বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদক জানান, জাখারচেঙ্কোর শেষকৃত্যে ৩০ হাজারের মতো মানুষের সমাগম হয়েছিল। তবে স্থানীয় কর্তৃপক্ষ সে সংখ্যা এক লাখের কাছাকাছি বলে দাবি করেছে।  
 
জাখারচেঙ্কোর শেষকৃত্য উপলক্ষ্যে জনগণের সমাগমের কারণে রবিবার সাময়িকভাবে ডনেতস্ক শহরের কেন্দ্র ঘেরাও করে রাখা হয় ও জনপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। -আল জাজিরা
 
ইত্তেফাক/ জেআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা