মার্কিন-ইরাকি যৌথ বাহিনীর সঙ্গে ভুল সংঘর্ষে নিহত ৮, আহত ১০
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে শনিবার মার্কিন ও ইরাকের যৌথ বাহিনীর সঙ্গে স্থানীয় পুলিশ এবং আধাসামরিক উপজাতীয় যোদ্ধাদের ভুলে সংঘর্ষে আটজন নিহত ও অপর দশজন আহত হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
প্রাদেশিক পুলিশের ক্যাপ্টেন মোহাম্মদ আল-দুলাইমি বলেন, ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় ১৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত আল-বাগদাদী শহরে মাঝরাতে এই ঘটনাটি ঘটে। মার্কিন ও ইরাকী যৌথ বাহিনী জঙ্গি সন্দেহে একটি বাড়িতে অভিযান চালালে এ সংঘর্ষ ঘটে। দুলাইমি বলেন, এই অভিযানে স্থানীয় পুলিশ ও আধাসামরিক উপজাতীয় যোদ্ধারা বিস্মিত হয়ে পড়ে। তারা সেনাদের কাছে নিজেদের পরিচয় জানাতে ঘটনাস্থলে ছুটে আসে।
কিন্তু দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং মার্কিন হেলিকপ্টার গানশিপ থেকে স্থানীয় পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের ওপর গুলি চালানো হয়। নগর পুলিশ প্রধান কর্নেল সালাম আল-ওবাইদির বহর ঘটনাস্থলে পৌঁছলে একটি মার্কিন হেলিকপ্টার থেকে তার বহরের ওপর বোমা বর্ষণ করা হয়। দুলাইমি আরো বলেন, এতে ওবাইদিসহ কয়েকজন পুলিশ নিহত হয়। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
Comments