উত্তেজনার মধ্যে পাক-ভারত পরমাণু স্থাপনা ও বন্দি তালিকা বিনিময়/ ০১ জানুয়ারি, ২০২০

উত্তেজনার মধ্যে পাক-ভারত পরমাণু স্থাপনা ও বন্দি তালিকা বিনিময়
প্রতীকী ছবি
সীমান্তে চরম উত্তেজনার মধ্যেই বুধবার নিজেদের মধ্যে পরমাণু স্থাপনা ও বন্দি তালিকা বিনিময়ে করেছে পাকিস্তান এবং ভারত। বুধবার সকালে কূটনীতিক চ্যানেলের মাধ্যমে ইসলামাবাদ এবং নয়াদিল্লিতে এ তালিকা বিনিময় করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। তিন দশক আগের পুরনো দ্বিপাক্ষিক চুক্তির আওতায় এ বিনিময় হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, দিল্লির পক্ষ থেকে পাকিস্তানকে ২শ’ ৬৭ জন সাধারণ পাক নাগরিক ও ৯৯ জন মৎস্যজীবীর তালিকা দেয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান ৫৫ জন সাধারণ ভারতীয় নাগরিক ও ২২৭ জন মৎস্যজীবীর তালিকা দিয়েছে।
ভারতীয় সংসদ কর্তৃক কাশ্মীরের বিশেষ মর্যাদা হ্রাসকে কেন্দ্র করে দেশ দু'টির মধ্যে উত্তেজনা তুঙ্গে এবং অভিন্ন সীমান্তে গুলি বিনিময় প্রায় নিয়মিত ঘটনা পরিণত হয়েছে। সর্বশেষ আজ বুধবার ভারতের জম্মু কাশ্মীর সীমান্তে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গত এক সপ্তাহের ব্যবধানে দুই পক্ষেরই একাধিক সেনা প্রাণ হারিয়েছেন।
এই উত্তেজনার মধ্যেই বুধবার তালিকা বিনিময় করা হলো। ১৯৮৮ সালে পরমাণু স্থাপনায় হামলা নিষিদ্ধ সংক্রান্ত একটি চুক্তি করে পাকিস্তান ও ভারত। এই চুক্তির আওতায় দেশ দু'টি ২৯তম বারের মতো পরমাণু তালিকা বিনিময় করলো।
ইত্তেফাক/এসইউ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা