নব্বইয়ের দশকে ধারণকৃত শাহরুখের যে ভিডিও ইন্টারনেটে ভাইরাল

নব্বইয়ের দশকে ধারণকৃত শাহরুখের যে ভিডিও ইন্টারনেটে ভাইরাল

প্রায় এক বছর হতে চলেছে শাহরুখ খানের নতুন ছবির কোনো খবর নেই। সর্বশেষ 'জিরো' ছবিতে বাউয়া সিং চরিত্রে দেখা গেছে তাকে। দীর্ঘ সময় শাহরুখের কোনো ছবি মুক্তি না পেলেও তাকে নিয়ে ভক্ত-অনুসারীদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। নব্বইয়ের দশকে ধারণকৃত ওই ভিডিওতে একটি টিভি অনুষ্ঠানে সঞ্চালনা করতে দেখা গেছে তাকে।
বলিউডের কিং অব রোমান্স হিসেবে খ্যাত শাহরুখ চলচ্চিত্র জগতে আসার আগে বেশ কয়েকটি টেলিভিশন শোতে অভিনয় করে জনপ্রিয়তা পান। 'ফৌজি' চরিত্রে অভিনয় করার পরেই ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন অভিনেতা শাহরুখ। তিনি যখন সবেমাত্র টেলিভিশনের জগতে তার জীবিকা শুরু করেছিলেন তখন সঞ্চালনার কাজও করতেন তিনি। সেই সময়েরই একটি ক্লিপ প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ওই ভিডিওতে শাহরুখকে টেলিভিশনে নববর্ষের অনুষ্ঠানের সহ-সঞ্চালনা করতে দেখা যাচ্ছে।
এই ভিডিও ক্লিপটি ইনস্টাগ্রাম পেজ বলিউড ডাইরেক্টে শেয়ার করা হয়েছিল। এই পেজে প্রায়শই বলিউড তারকাদের পুরনো ছবি বা ভিডিও শেয়ার করা হয়। বর্তমানে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাগি ট্রাউজার্স এবং শার্ট পরে রয়েছেন শাহরুখ। মঞ্চে গায়ক কুমার শানুকে শাহরুখ খান পরিচয় করিয়ে দিচ্ছেন, “কুমার শানু, ওহি হ্যায় জো কিশোর কুমারকে আন্দাজ মে গাতে হ্যায়?”
শাহরুখ খান ১৯৯২ সালের চলচ্চিত্র ‘দিওয়ানা' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। তার আলোচিত ছবি 'বাজিগর', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'কুছ কুছ হোতা হ্যায়', 'ইয়েস বস', 'করণ অর্জুন', 'কভি হাঁ কভি না' এবং 'দিওয়ানা'সহ শাহরুখ খানের অনেক সিনেমাতেই কুমার শানুর গলায় বিখ্যাত হয়েছিল বেশ কিছু  গান।
বিডি প্রতিদিন/ফারজানা

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা