কিমের সঙ্গে চুক্তির পরও নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ট্রাম্প

কিমের সঙ্গে চুক্তির পরও নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ট্রাম্প
সিঙ্গাপুরে চলতি সাসের শুরুর দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে চুক্তি করার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো এক বছর জন্য নবায়ন করেছেন।
গতকাল শুক্রবার মার্কিন কংগ্রেসকে লেখা এক চিঠিতে উত্তর কোরিয়াকে আমেরিকার জন্য ‘অস্বাভাবিক ও মারাত্মক হুমকি’ হিসেবে উল্লেখ করে আরো এক বছরের জন্য নিষেধাজ্ঞা নবায়নের কথা জানান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট এমন সময় উত্তর কোরিয়াকে তার দেশের জন্য হুমকি হিসেবে বর্ণনা করলেন যখন চলতি মাসের গোঁড়ার দিকে সিঙ্গাপুরে কিম জং-উনের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেছিলেন, আমেরিকার বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের পরমাণু হুমকির অবসান ঘটেছে।
গত ১২ জুন অনুষ্ঠিত সাক্ষাতে একটি চুক্তি সই করেন ট্রাম্প ও কিম। ওই চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়া তার সব পরমাণু অস্ত্র ধ্বংস করবে এবং ওয়াশিংটন উত্তর কোরিয়ার নিরাপত্তা রক্ষার গ্যারান্টি দেবে।
মার্কিন সরকার সব সময় উত্তর কোরিয়াকে বিশ্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও কোরীয় উপদ্বীপে নিরাপত্তাহীনতার জন্য মার্কিন সরকারের উসকানিমূলক তৎপরতাই দায়ী।
ইত্তেফাক/মোস্তাফিজ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা