পুজোয় রেকর্ড মদ বিক্রি করতে পেরে খুশি পশ্চিমবঙ্গ সরকার
পশ্চিমবঙ্গে রাজস্ব দফতর তৈরি হওয়ার পর কোনও একক মাসে মদ বিক্রি থেকে এত বেশি রাজস্ব আগে কখনও আসেনি। ছবি: আনন্দবাজার পত্রিকা।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজস্ব দফতরের হিসাব অনুযায়ী এ বার দুর্গাপুজো ভালোই কেটেছে সেখানকার বাঙালিদের। পুজোর মাসে সরকার ১২৭৫ কোটি টাকার মদ বিক্রি করেছে। রাজস্ব দফতর তৈরি হওয়ার পর কোনও এক মাসে এত বেশি রাজস্ব আগে কখনও আসেনি। তাই খুশি সরকার। খবর আনন্দবাজার পত্রিকার।
তবে এখানেই শেষ নয়। মা দুর্গার ভক্তদের সঙ্গে এ বার মা কালীর ভক্তদের লড়াই শুরু হয়েছে! রাজস্ব কর্তাদের আশা, অক্টোবরে পুজোর মাসে এসেছে ১২৭৫ কোটি। নভেম্বরে আছে কালীপুজো, ভাইফোঁটা এবং ছট। ফলে মদের বাজার চড়াই থাকবে।
শুধু দেখার, মা দুর্গাকে হারিয়ে মা কালীর ভক্তরা নভেম্বর মাসে ১২৭৫ কোটির বেশি রাজস্ব রাজস্বের জোগান দিতে পারেন কিনা। মেলা, খেলা, উৎসবে কোনও ভাটার টান থাকবে না বলেই মত প্রশাসনিক কর্তাদের একাংশের।
রাজস্ব দফতর সূত্রের খবর, মদের পাইকারি ব্যবসা সরকার হাতে নেওয়ার পর রাজস্ব বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গ বেভারেজ কর্পোরেশনকে অনেকেই তাই সরকারের লক্ষ্মীর ঝাঁপি বলতে শুরু করেছেন। কর্পোরেশন তৈরি হওয়ার পর মাসে গড়ে ৯০০ থেকে ৯৫০ কোটি টাকার মদ বিক্রি হচ্ছে। রাজস্ব কর্মকর্তাদের আশা ছিল, পুজোর মাসে রাজস্ব হাজার কোটি ছাড়াবে। কারণ, অক্টোবরে শুধুমাত্র দুর্গাপুজোই ছিল।
অতীত অভিজ্ঞতায় রাজস্ব কর্মকর্তারা দেখেছেন, যে বছর একই মাসে দুর্গা এবং কালীপুজো হয়, সেই মাসে রেকর্ড মদ বিক্রি হয়ে থাকে। তবে কর্মকর্তাদের যাবতীয় হিসেব-নিকেশ বদলে দিয়ে এক মাসেই ১২৭৫ কোটির টাকা মদ বিক্রিতে রীতিমতো চমকে গিয়েছেন কর্মকর্তারা। এক কর্মকর্তার আক্ষেপ, ‘পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ না থাকলে হয়তো এ বার ১৫০০ কোটির মদ বিক্রি হয়ে যেত। অবশ্য যা হয়েছে তা সর্বকালীন রেকর্ড।’
ইত্তেফাক/টিএস
Comments