চীন সীমান্তে মোতায়েন সেনাদের সঙ্গে দীপাবলি কাটালেন মোদি

চীন সীমান্তে মোতায়েন সেনাদের সঙ্গে দীপাবলি কাটালেন মোদি
প্রতি বছরের মতো এ বারও তিনি সেনাদেরদের সঙ্গে দিপাবলী উদযাপন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরখন্দ প্রদেশের কেদারনাথের হার্সিলে চীন-ভারত সীমান্তে মোতায়েন থাকা সেনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। যান তিনি। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

বুধবার সকালে কেদারনাথের দেরাদুন পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে শিব মন্দিরে প্রার্থনা শেষে ঘুরে দেখেন কেদারপুরী পুনর্নির্মাণের কাজ। ২০১৪ সালের পর থেকে এই নিয়ে তৃতীয়বার কেদারনাথে গেলেন মোদি।

প্রধানমন্ত্রী হওয়ার পর সিয়াচেনের সেনাদের সঙ্গে দীপাবলি কাটিয়েছিলেন মোদী। ২০১৫ সালে তিনি যান পাঞ্জাব সীমান্তে। পরের বছর দীপাবলি কাটান হিমাচলপ্রদেশে। সীমান্তের একটি ফাঁড়িতে তিব্বত সীমান্তের রক্ষীদের সঙ্গে দিনটি কাটান তিনি। গত বছর তিনি জম্মু ও কাশ্মীরের গুরেজ সেক্টরে সেনাদের সঙ্গে দীপাবলি কাটান। আর এ বার তিনি গিয়েছেন কেদারনাথে। উত্তরকাশীর হরশিলে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিচ্ছেন।

বুধবার সকালে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে টুইটে মোদী লেখেন, 'শুভ দীপাবলি! এই উৎসব সবার জীবনে আনন্দ, সুস্বাস্থ্য ও উন্নতি আনুক। জেগে উঠুক শুভ ও উজ্জ্বল শক্তি।'

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীপাবলির শুভেচ্ছার জবাবে তাঁকে ধন্যবাদ জানিয়ে মোদী লেখেন, 'প্রতি বছর আমি সীমান্ত এলাকায় গিয়ে আমাদের বাহিনীকে চমকে দিই। এ বছরও সাহসী জওয়ানদের সঙ্গেই দীপাবলি কাটাব। তাঁদের সঙ্গে সময় কাটানোটা একটা বিশেষ মুহূর্ত।'

ইত্তেফাক/টিএস

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা