পাম অয়েলের রফতানি শুল্ক প্রত্যাহার ইন্দোনেশিয়ার

 পাম অয়েলের রফতানি শুল্ক প্রত্যাহার ইন্দোনেশিয়ার

ফাইল ছবি

রফতানি বাড়ানো এবং অবিক্রীত পণ্যের জট সামাল দিতে পাম অয়েলে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে ইন্দোনেশিয়া। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ পণ্যটি থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয় দেশটি। 



সোমবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

স্থানীয় সময় শনিবার (১৬ জুলাই) দেশটির অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, সরকারের এই পদক্ষেপের ফলে জাতীয় রাজস্ব আয় কমবে না।

দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ জুলাই থেকে শুরু হওয়া অপরিশোধিত পাম তেলের জন্য প্রতি টন ২০০ ডলার রফতানি শুল্ক শূন্য করা হয়েছে। যা অন্যান্য পাম তেল পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।



আগামী ১ সেপ্টেম্বর থেকে আবারো পাম অয়েলে রফতানি শুল্ক প্রয়োগ করা হবে। যেখানে মূল্যের উপর নির্ভর করে অপরিশোধিত পামওয়েলের জন্য প্রতি টন ৫৫ থেকে ২৪০ ডলারের মধ্যে হার নির্ধারণ করা হবে।



বিশ্বের বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশটি দেশীয় খাদ্য মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে গত ২৮ এপ্রিল পাম তেল রফতানি বন্ধ করে দেয়। এরপর ১৯ মে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তার দেশ থেকে পাম তেল রফতানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন।

সূত্ররয়টার্স।

http://www.allbanglanewspapersbd.com/bd-pratidin/

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা