সোনা জয়ে ইতিহাস বাংলাদেশের

সোনা জয়ে ইতিহাস বাংলাদেশের

নেপালের রাজধানী কাঠমান্ডুর বিখ্যাত স্থান দরবার স্কয়ার। এখানেই ভারতের কোচবিহারের এক ব্যবসায়ীর সঙ্গে আলাপ। পরিচয় জানতেই বলে উঠলেন, তোমরা তো এবারের গেমসে দারুণ করছ। অনেক বাংলাদেশি খেলোয়াড় আবার এখান গেমসের ইতিহাসে সর্বোচ্চ সোনা জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। আর তিনটি করে সোনা জিতে এ  রেকর্ডে সবচেয়ে বড় অবদান রাখলেন রোমান সানা, ইতি খাতুন ও সোহেল রানা। শুরুটা হয়েছিল দিপু চাকমাকে দিয়ে। শেষ হলো  ছেলেদের ক্রিকেটে। ১৯টি সোনার পদক জিতল বাংলাদেশ। ১৯ বার পুরস্কার মঞ্চে বাজল জাতীয় সংগীত। ১৯বার ‘আমার সোনার বাংলা’র সুরে  মোহিত হলো নেপাল। ২০১০ সালে ঢাকায় ১৮ সোনা জয়ের রেকর্ডটা এবার চাপা পড়ল। তায়কোয়ান্দো (১টি), কারাতে (৩টি), ভারোত্তোলন (২টি) আর ফেন্সিংয়ের (১টি) পর আরচারি (১০টি) আর ক্রিকেটেও (২টি) সোনার পদক জিতে বাংলাদেশ। এসএ গেমসে যাত্রার আগেই বাংলাদেশ দল নতুন ইতিহাস গড়ার ইঙ্গিত দিয়েছিল। যেটুকু শঙ্কা ছিল তা অনেকটা তুড়ি মেরেই উড়িয়ে দিলেন অ্যাথলেটরা। কিন্তু এখানেই শেষ নয়। বাংলাদেশ যে অপার সম্ভাবনা জাগিয়েছে ক্রীড়াঙ্গনে তা কেবল বাড়বেই ভবিষ্যতে। এসএ গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন আসাদুজ্জামান কোহিনূর বলেন, ‘আমরা ইতিহাস গড়েছি। কিন্তু এবার কাজ আরও বেড়েছে। ভবিষ্যতে আরও ভালো করার চ্যালেঞ্জের জন্য এবার আমাদের প্রস্তুত হতে হবে।’ আর আরচারির সোনার ছেলে  রোমান সানা জানিয়ে গেলেন অলিম্পিকে পদক জয়ের স্বপ্নের কথা।
Logo of Bangladesh Pratidin

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা