অগ্নুৎপাতের পর এবার ভূমিকম্পের কবলে নিউজিল্যান্ড

ছবি- ডেইলি এক্সপ্রেস
নিউজিল্যান্ডে অগ্নুৎপাতের ঘটনার একদিন যেতে না যেতেই এবার ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে দেশটির নর্থ আইল্যান্ডে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এতে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর দ্য সিডনি মর্নিং হেরার্ল্ড’র।
আন্তর্জাতিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওনেট জানিয়েছে, মঙ্গলবার দুপুরে গিসবর্ন শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২৯ কিলোমিটার গভীরে। গিসবর্ন, ওয়াইরোয়া ও ওয়াকাতান শহরের মানুষ ভূকম্পন অনুভব করেছেন।
সোমবারের আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ঘটনার সঙ্গে ভূমিকম্পের কোন সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছে জিও নেট।
এর আগে সোমবার দেশটির স্থানীয় সময় গতকাল সোমবার দুপুর ২টা ১১ মিনিটের দিকে নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূলের অদূরে হোয়াইট আইল্যান্ডের আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩১ জন।
ইত্তেফাক/এসইউ
Comments