লাদেনের সংগ্রহে কুমার শানু-আলকা ইয়াগনিকের গান

লাদেনের সংগ্রহে কুমার শানু-আলকা ইয়াগনিকের গান
নিউ ইয়র্কে টুইন টাওয়ারে হামলার প্রধান হোতা ওসামা বিন লাদেনের আব্বোতাবাদের আস্তানা থেকে প্রচুর নথি সংগ্রহ করেছিল মার্কিন সেনা। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ গত বুধবার প্রায় ৪ লাখ ৭০ হাজার গোপন নথি জনসমক্ষে এনেছে। আব্বোতাবাদের বাড়ির কম্পিউটার থেকে পাওয়া গিয়েছিল এ সব নথি। 
কিন্ত, আশ্চর্যের ব্যাপার হল নৃশংসতার ভিডিওর পাশাপাশি পাওয়া গিয়েছিল বলিউড গায়ক-গায়িকাদের বেশ কিছু গানের সংগ্রহও। মূলত কুমার শানু, আলকা ইয়াগনিক ও উদিত নারায়ণের গানই রয়েছে সেই তালিকায়। 
ওসামার আব্বোতাবাদের বাড়ি থেকে প্রচুর নথি সংগ্রহ করেছিল মার্কিন সেনা। যার মধ্যে অনেক গ্রাফিক ভিডিও ছিল। সুইসাইড বম্বিং থেকে কারোর মাথা কেটে দেয়ার ভিডিও ছিল তাতে। 
ওসামার কালেকশনে পাওয়া গিয়েছে অজয় দেবগণ-কাজল অভিনীত ‘প্যার তো হোনা হি থা’ (১৯৯৮), সলমন খান-মাধুরী দিক্ষীত অভিনীত ‘দিল তেরা আশিক’ (১৯৯৩)-এর মতো বিভিন্ন ছবির গানও। 
এ ছাড়া লাদেনের ল্যাপটপ থেকে পাওয়া গেছে নার্সারি রাইম টুইঙ্কল টুইঙ্কল, টম অ্যান্ড জেরি, অ্যান্টস অ্যান্ড কারস’-এর মতো অ্যানিমেশন মুভিও।
ইত্তেফাক/ইউবি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা