এ বছরেই ফের চন্দ্রাভিযান করবে ভারত

এ বছরেই ফের চন্দ্রাভিযান করবে ভারত
ফাইল ছবি
ভারতের চন্দ্রযান- পুরোপুরি সফল হয়নি ল্যান্ডার বিক্রম ইসরোর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সফট ল্যান্ডিংয়ের বদলে হার্ড ল্যান্ডিং হয়েছে ল্যান্ডার বিক্রমের কিন্তু এতেই ক্ষান্ত হচ্ছে না ইসরো চলতি বছরেই ফের চন্দ্রাভিযান করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা গতকাল  কথা ঘোষণা করেছেন মহাকাশ গবেষণা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং খবর হিন্দুস্তান টাইমসের
প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের দাবিনতুন যে চন্দ্রাভিযানের পরিকল্পনা করা হয়েছেতা আগের চেয়ে অনেক সহজ  সরল একটি রোভার  একটি ল্যান্ডার নিয়ে চাঁদের মাটিতে নামার চেষ্টা করবে চন্দ্রযান- তিনি বলেনচন্দ্রযান- মিশনটিকে ব্যর্থ বলা যাবে না কারণএটা থেকে আমরা অনেক কিছু শিখেছি বিশ্বের কোনো দেশই প্রথম চেষ্টায় চাঁদের মাটিতে পা রাখতে পারেনি যুক্তরাষ্ট্রও অনেকবার চেষ্টা করেছে তবে ভারতের এতবার চেষ্টা করার প্রয়োজন পড়বে না ইসরোর পক্ষে অবশ্য আগেই জানানো হয়েছিলচন্দ্রযান- মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা তাছাড়া চন্দ্রযানের পাশাপাশি সোলার মিশন এবং গগণ যান প্রকল্পেও সমানভাবে এগিয়ে চলেছে ইসরো
উল্লেখ্যইসরোর বহু প্রতীক্ষিত চন্দ্রযান মিশন শুরু হয় গত বছরের ২২ জুলাই সেদিন দুপুরে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযানকে নিয়ে যাত্রা শুরু করে বাহুবলী জিওসিঙে্ক্রানাস রকেট ২৩ দিন পৃথিবীকে প্রদক্ষিণ করে ১৪ আগস্ট ভোর রাতে চন্দ্রযান লাফ দেয় চাঁদের দিকে। ২৫ দিন চাঁদকে প্রদক্ষিণ করে অবশেষে অবতরণের পরিকল্পনা করা হয়। ৬ সেপ্টেম্বর মাঝরাতে চাঁদের পিঠে নামতে গিয়েই হারিয়ে গিয়েছিল বিক্রম।
ইত্তেফাক/এসি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা