নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

পৌষের সকালে অনেক স্থানে সূর্যের দেখা না মিললেও নতুন বইয়ের সূর্য ঠিকই উদিত হয়েছে ময়মনসিংহের প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসায়। বছরের প্রথম দিনই নতুন বইয়ের মোড়াটের গন্ধ শুকে আনন্দে মেতেছে প্রায় ৮৫ লাখ শিক্ষার্থী। আর এই উৎসবে সামিল হতে সকাল থেকেই ময়মনসিংহ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে গেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
ঘড়ির কাঁটা যখন ১০টা পেরিয়ে তখনও সকালের সোনামাখা রোদ মাথায় নিয়ে লাইনে দাঁড়িয়ে ময়মনসিংহ জিলা স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। সবার উদ্দেশ্যই এক, বছর প্রথম দিনে নতুন শ্রেণির নতুন চকচকে বই হাতে পাবার।
জিলা স্কুলে বুধবার বেলা পৌনে ১১ টার দিকে সেখানে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। এরই মধ্য দিয়ে শেষ হয় তাদের অপেক্ষার পালা। নতুন বইয়ের সাথে হাতে লাল-সবুজের পতাকা পেয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠে শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে উৎসবে শরীক হন শিক্ষক ও অভিভাবকরাও।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ‘তোমরা মনোযোগ দিয়ে লেখা পড়া করবে। একজন পূজারীর সামনে যেমন প্রতিমা থাকে, প্রতিমাকে সামনে রেখে সে পূজা করে। একজন ছাত্রের জন্য তার পূজার সামগ্রী হবে বই। সেই বই নিয়ে সে লেখাপড়া করবে এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।’ 
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আজহারুল হক, উপ-পরিচালক আবু নূর মো, আনিসুল ইসলাম চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠান সমন্বয়ক ছিলেন, ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহছিনা খাতুন। 
জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, এ বছর জেলায় ৬ লাখ ৪৫ হাজার ৭৪৬ জন শিক্ষার্থীর মাঝে ৮৩ লাখ ২৫ হাজার ৯৫১ টি বই বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ইবতেদায়ীতে ১ লাখ ২৮ হাজার ১১৩ শিক্ষার্থীকে ৯ লাখ ৭১৪ টি বই, দাখিলে ১ লাখ ৫৯ হাজার ২৩ শিক্ষার্থীর মাঝে ১৫ লাখ ৬২ হাজার ৮০৩ টি বই, এসএসসি বাংলা ভার্সনে ৩ লাখ ৯৩ হাজার ৮৯৮ জন শিক্ষার্থীকে ৫৬ লাখ ৯২ হাজার ৭২ টি বই, ইংরেজি ভার্সনে ৪৪০ শিক্ষার্থীকে ৬ হাজার ৪০০ বই, এসএসসি ভোকেশনালে ৭ হাজার ৭৭৬ শিক্ষার্থীকে ১ লাখ ১ হাজার ২৮ টি বই, দাখিল ভোকেশনালে ৭৪০ শিক্ষার্থীকে ১০ হাজার ৮০০ বই এবং ট্রেড স্তরের ৭ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ৪২ হাজার ১৩৪ টি বই বিতরণ করা হচ্ছে। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা