উ. কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান রাশিয়ার

উ. কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান রাশিয়ার
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা উত্তর কোরিয়ার ওপর থেকে সব ধরনের এক তরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি চুক্তি সই হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার তিনি এ আহ্বান জানান।
জাখারোভা বলেন, আমরা নিশ্চিত যে, কোরীয় অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পিয়ংইয়ংয়ের ওপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জাখারোভা আরও বলেন, উত্তর কোরিয়ার ওপর একতরফা নিষেধাজ্ঞাসহ আরও যেসব দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পাশ কাটিয়ে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সে সম্পর্কে রাশিয়ার মনোভাব পরিষ্কার এবং তা হচ্ছে নেতিবাচক। আমরা সবার আগে সব ধরনের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানাই।
২০০৬ সাল থেকে উত্তর কোরিয়া জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অযুহাতে দেশটির ওপর এসব নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৮/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা