ট্রাম্প সমর্থিত বিচারকের নিশ্চিতকরনের শুনানিতে সিনেটে বিক্ষোভ
মার্কিন সুপ্রিম কোর্টে ব্রেট কাভানাফকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল মঙ্গলবার চতুর্থ দিনের মতো সিনেট জুডিশিয়ারি কমিটিতে তার মনোনয়ন নিশ্চিতকরণের শুনানি হয়।
তবে এই শুনানি স্থগিত করার দাবিতে বিক্ষোভ করেন ডেমোক্র্যাটরা। এক দশক আগে হোয়াইট হাউসে কাজের সময় কাভানাফের কার্যাবলী সংক্রান্ত নথি গোপন রাখার প্রতিবাদ করেন ডেমোক্র্যাটরা। অনেক বিক্ষোভকারীকে কক্ষ থেকে বের করে দেয়া হয়। এই সময় তুমুল হট্টগোল শুরু হয়।
ডেমোক্র্যাটদের হট্টগোলের প্রতিবাদ জানায় রিপাবলিকানরাও। দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে পরিস্থিতি শান্ত হয়। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সিএনএন এবং এনবিসি টেলিভিশনের লাইসেন্স পরীক্ষা করার আহবান জানিয়েছেন। যৌন কেলেংকারিতে অভিযুক্ত প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এনবিসি ও সিএনএনের সমালোচনা করেন। -বিবিসি ও রয়টার্স
Comments