রাষ্ট্রপতি কন্যাকে গ্রাউন্ড ডিউটিতে সরিয়ে আনল এয়ার ইন্ডিয়া

Swati Kovind
বাবা উঠলেন রাইসিনা পাহাড়ের চূড়োয়। আর সেই কারণেই মেয়েকে আকাশ থেকে নেমে পড়তে হল মাটিতে।
রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি হওয়ার পর রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন জুলাইয়ে। আর এক মাস হল আকাশে উড়ে উড়ে বিমানের কেবিন ক্রুয়ের কাজ করতে হচ্ছে না রামনাথ-কন্যা স্বাতীকে। তিনি এখন দিল্লিতে এয়ার ইন্ডিয়ার সদর দফতরে ইন্টিগ্রেশন বিভাগে। অফিসার মর্যাদার চাকরি।
বিরোধীদের অভিযোগ, রাষ্ট্রপতি-কন্যার পরিচয় তিনি গোপন রাখতে চাইলেও, ওই পরিচয়ই আকাশে ঘণ্টার পর ঘণ্টা উড়ে বেড়ানোর চাকরি থেকে স্বস্তি দিয়েছে স্বাতীকে!
এয়ার ইন্ডিয়ার বোয়িং-৭৭৭ এবং বোয়িং-৭৮৭ বিমানে কেবিন ক্রু হিসেবে এত দিন ঘণ্টার পর ঘণ্টা আকাশে উড়েছেন স্বাতী।
বিরোধীদের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সোমবার নামপ্রকাশে অনিচ্ছুক এয়ার ইন্ডিয়ার এক পদস্থ কর্তার কৌশলী জবাব, ‘‘কেবিন ক্রু হলেও, রাষ্ট্রপতির মেয়ে বলে বিমানে ওঁর (স্বাতী) জন্য বেশ কয়েক জন নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করতে হত। রাখতে হত মহিলা নিরাপত্তা রক্ষীও। ফলে, যাত্রী ও মহিলা যাত্রীদের আসন সংখ্যা কমতো। এখন সেটা হবে না। স্বার্থ সুরক্ষিত থাকল বিমান যাত্রীদের।’’
তার পর এয়ার ইন্ডিয়ার ওই পদস্থ কর্তা বলেছেন, ‘‘আমি অন্তত মনে করি রাষ্ট্রপতির কন্যা হয়ে কারও বিমানে কেবিন ক্রুর চাকরি করা উচিত নয়। সেটা খুব একটা শোভনও নয়।’’
ফলে, আকাশ থেকে মাটিতে নেমে পদোন্নতিও হল রাষ্ট্রপতি কন্যার!

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা