পূর্ণিমা-ইমনের ‘পোট্রেট’

  বিনোদন প্রতিবেদক
 ০৮ আগস্ট ২০১৭, ২০:৪৮ | অনলাইন সংস্করণ
প্রায় দুই দশক ধরে অভিনয় করছেন পূর্ণিমা। পাশাপাশি উপস্থাপনায়ও বেশ সপ্রতিভ তিনি। বড় পর্দায় এখন অনেকটা অনিয়মিত হলেও ছোট পর্দায় মাঝে মধ্যেই দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ‘পোট্রেট’ নামে নতুন একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এতে পূর্ণিমার সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে চিত্রনায়ক ইমনকে।
রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মো. মাকসুদুর রহমান বিশাল। এতে চিত্রশিল্পী ও গ্রাফিক্স ডিজাইনারের চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। আর ইমন অভিনয় করছেন প্রবাসে বসবাসরত একজন বাঙালি লেখকের চরিত্রে। পূর্ণিমা-ইমন জুটি আগেও নাটক, চলচ্চিত্র এবং বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে কাজ করেছেন।
পূর্ণিমার সঙ্গে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, ‘খুব কম সহশিল্পীই একই সঙ্গে বন্ধু ও অভিভাবক হতে পারেন। পূর্ণিমা তাদের একজন। অভিনয়ে তিনি আমার চেয়েও বেশি অভিজ্ঞ। তার সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। সেই সঙ্গে কাজের সময় নির্ভারও থাকা যায়। কোনো বাড়তি চাপ নিতে হয় না। আমার মনে হয় দর্শক আমার সঙ্গে পূর্ণিমার জুটি বেশ পছন্দ করেন।’
পূর্ণিমা বলেন, ‘এ ধরনের নাটকে এবং বিশেষ করে আমার অভিনীত চরিত্রে এর আগে কখনো কাজ করা হয়নি। সে হিসেবে দর্শকদের জন্য পোট্রেট নতুন ধরনের কিছু হতে যাচ্ছে।’
কোরবানির ঈদে বেসরকারি একটি চ্যানেলে এটি প্রচার হবে।
 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা