পাকিস্তানের প্রেতাত্মার গুণগানকারীদের প্রতিহত করতে হবে : মেনন

কালের কণ্ঠ অনলাইন   
২৩ আগস্ট, ২০১৭ ১৭:৪৫


পাকিস্তানের প্রেতাত্মার গুণগানকারীদের প্রতিহত করতে হবে : মেনন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পাকিস্তানের প্রেতাত্মার গুণগান যারা করছেন তাদের প্রতিহত করতে হবে। তিনি এ ব্যাপারে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে দ্বিধাবিভক্তির রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস পালন উপলক্ষে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর কবি ড. মুহম্মদ সামাদের সভাপতিত্বে ও প্রফেসর ড. গোলাম রাব্বানীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জাতীয় বিশ্ববিদ্যালেয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম. এম. আকাশ, ড. মাকসুদ কামাল, ড. মশিউর রহমান, ড. জিনাত হুদা, ড. শফিকুজ্জামান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: নাসিরউদ্দিন।  
প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, “সকল ষড়যন্ত্র প্রতিহত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭৩ এর অধ্যাদেশ সমুন্নত রাখতে হবে। ” 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা