চীনা নভোযান চাঁদ থেকে আনল পাথর-মাটি

 

চাঁদ থেকে সংগৃহীত নমুনাবাহী একটি ক্যাপসুল স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলে অবতরণ করে
চাঁদ থেকে সংগৃহীত নমুনাবাহী একটি ক্যাপসুল স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলে অবতরণ করে
ছবি: রয়টার্স

চীনের চ্যাং’ই-৫ মিশন চাঁদ থেকে পৃথিবীতে ফিরেছে। চাঁদ থেকে পাথর ও মাটির নমুনা নিয়ে এসেছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, চাঁদ থেকে সংগৃহীত নমুনাবাহী একটি যান স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়া অঞ্চলে অবতরণ করে।

যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে চীন চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনল।

চাঁদ থেকে সংগৃহীত এই নতুন নমুনা সেখানকার ভূতত্ত্ব ও প্রাথমিক ইতিহাস সম্পর্কে নতুন অন্তর্জ্ঞানের উৎস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

মহাকাশে চীনের সক্ষমতা যে বাড়ছে, তার আরেকটি প্রমাণ চ্যাং’ই-৫ মিশনের সফল সমাপ্তি। সাত বছরের মধ্যে এটি ছিল চীনের তৃতীয় সফল চন্দ্রাভিযান।

গত নভেম্বর মাসের শেষ দিকে চ্যাং’ই-৫ নভোযান চন্দ্রাভিযানে যায়।

 palo-logo

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা