Skip to main content

সমুদ্রে ডুবন্ত হরিণ শাবককে বাঁচাল গোল্ডেন রিট্রিভার, দেখুন ভিডিও

সংবাদ সংস্থা

২৬ জুলাই, ২০১৭, ১১:৫৩:৪৫
Golden Retriever saving a Drowning Baby Deer
অন্যান্য দিনের মতো পোষ্য স্টর্ম ও সারা-কে নিয়ে সমুদ্র সৈকতে হাঁটছিলেন মার্ক। তাঁর পাশে পাশেই চলছিল স্টর্ম ও সারা। হঠাত্ই মার্ক খেয়াল করেন স্টর্ম কিছুটা পিছিয়ে পড়েছে। এবং দাঁড়িয়ে সমুদ্রের জলে কিছু একটার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে।
স্টর্মের দিকে এগিয়ে যান মার্ক। স্টর্ম যে দিকে তাকিয়ে ছিল, সে দিকে তাকিয়ে চমকে ওঠেন মার্ক। তিনি কিছু বুঝে ওঠার আগেই জলে ঝাঁপিয়ে পড়ে স্টর্ম! মার্ক দেখেন, যেটা দেখে আসলে স্টর্ম জলে ঝাঁপিয়ে পড়েছে, সেটা একটা হরিণ শাবক। জলে হাবুডুবু খাচ্ছে সে। স্টর্ম তত ক্ষণে পৌঁছে গিয়েছিল তাঁর লক্ষ্যবস্তুর দিকে। শুধু তাই নয়, হরিণ শাবকটি প্রায় ডুবেই যাচ্ছিল, কিন্তু স্টর্ম সেটা হতে দেয়নি। প্রাণপণ চেষ্টা করে শাবকটির ঘাড়ে কামড় দিয়ে টানতে টানতে পাড়ে নিয়ে আসে। মার্ক জানিয়েছেন, যেন দেখে মনে হচ্ছিল স্টর্ম নিজের সন্তানকেই মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। পাড়ে তুলেই ক্ষান্ত হয়নি স্টর্ম, হরিণ শাবকটি সাড়া না দেওয়া পর্যন্ত সেখান থেকে নড়তেই চায়নি।
মার্ক বলেন, স্টর্মকে বার বার বলছিলাম, শাবকটি ঠিক আছে, ওকে ছেড়ে দাও। কিন্তু ও সেখান থেকে নড়েইনি। বরং শাবকটিকে মাথা দিয়ে বার বার ঠেলে বোঝার চেষ্টা করছিল সে সুস্থ আছে কিনা! বার বার তার গা চেটে দিচ্ছিল। এর পরই মার্ক পশু উদ্ধারকারী সংস্থায় খবর দেন। তাঁরা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউ ইয়র্ক সিটির লং আইল্যান্ডে।

ভিডিওটি দেখুন:


TAGS :   Viral Video   Offbeat   Golden Retriever   Animal

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা