Skip to main content

চলন্ত ট্রেনের ছাদে সাইকেল নিয়ে ভয়ঙ্কর ‘স্টান্ট’! তারপর...

সংবাদ সংস্থা

২৬ জুলাই, ২০১৭, ১০:২৪:৫০
|
শেষ আপডেট: ২৬ জুলাই, ২০১৭, ১০:২৭:৩৪
Stunt
১৯৭২-এ মুক্তি পাওয়া পরিচালক তরুণ মজুমদারের ছবি ‘শ্রীমান পৃথ্বীরাজ’-এর একটি দৃশ্যে রসিকের (অয়ন বন্দ্যোপাধ্যায়) বাড়ি ছেড়ে পালানোর সময় তাকে বিনা টিকিটে ট্রেনের ছাদে চড়তে দেখেছিল বাঙালি দর্শক। ১৯৯৮-এ মনিরত্নমের ‘দিল সে’ ছবিতে শাহরুখ খান, মালাইকাকে ট্রেনের ছাদে গানের তালে তালে নাচতে দেখেছে দেশের লক্ষ লক্ষ দর্শক। ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানের ওই দৃশ্যটি বেশ জনপ্রিয় হয়েছিল সে সময়। কিন্তু সে সবই ছিল শুটিংয়ের স্বার্থে ‘সাজানো ঘটনা’। অর্থাত্, ঝুঁকি এড়ানোর যথাসম্ভব ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছিল। কিন্তু এ বার তেমন কোনও সুরক্ষা ব্যবস্থা ছাড়াই চলন্ত ট্রেনের ছাদে সাইকেল চালাতে উঠলেন রাশিয়ার দুই যুবক। আর তাঁদের সেই ভয়ানক ‘স্টান্ট’ ভিডিও করলেন তাঁরা। মাত্র ২ মিনিটের সেই ভিডিও এখন দ্রুত ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে।
একেবারে ফিল্মী কায়দায় চলন্ত ট্রেন বেয়ে ছাদে উঠলেন দু’জন। ধরাধরি করে তুললেন একটি সাইকেল। তার পর একজন শুরু করলেন ভিডিও রেকর্ডিং, অন্য জন চলন্ত ট্রেনের ছাদে সাইকেল চালাতে তৈরি। দু’জনে ঠিক মতো সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না। কারণ, সোজা হয়ে দাঁড়ালেই হাই ভোল্টেজ তারে শরীর ঠেকে গিয়ে মৃত্যু অনিবার্য। কিন্তু তাতে কী?
কিন্তু আচমকা ট্রেনের ঝাঁকুনিতে নিয়ন্ত্রণ হারাল সাইকেলে বসে থাকা যুবক। তার পর...
নিজের চোখেই দেখে নিন সেই ভয়ঙ্কর ‘স্টান্ট’-এর পরিণতি।
দেখুন সেই ভিডিও:


TAGS :   Offbeat   Stunt   Russia   Viral Video   রাশিয়া

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা