রামগতিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআফজল গ্রামে ফাতেমা আক্তার (১৮) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী মো. শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
রামগতি থানার মো. ইকবাল হোসেন জানান, গত জুলাই মাসে শাহজাহানের সঙ্গে রামগতির চরআলগী এলাকার আলী আকাব্বরের মেয়ে ফাতেমা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। পরে ২১ আগস্ট চরআফজল এলাকায় ফাতেমার বড় বোন বিবি রাশেদার বাড়িতে তারা বেড়াতে যান। ওইদিন রাতে শাহজাহান ওই বাড়ি থেকে পালিয়ে যান। পরের দিন বাড়ির পুকুরে ফাতেমার লাশ ভাসমান আবস্থায় পাওয়া যায়। লাশটি উদ্ধার করে ময়না তদন্ত করানো হয় এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। শাহজাহান নোয়াখালীর সুবর্ণচর থানার দক্ষিণ চরবাগ্গা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
ওসি আরও বলেন, ময়না তদন্তের প্রতিবেদনে ফাতেমাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় শাজাহানের বিরুদ্ধে ফাতেমার বড়ভাই মো. মহিউদ্দিন বৃহস্পতিবার রামগতি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মোবাইল ফোন ট্যাগ করে শুক্রবার চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকা থেকে শাহজাহানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহজাহান তার স্ত্রী ফাতেমাকে মাথায় আঘাত করে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করার কথা হত্যা স্বীকার করেন।
ইত্তেফাক/জামান
Comments