ট্রাম্পের মুখোমুখি
পেছনের সারিতে দুতার্তে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ট্রাম্প (বাঁ থেকে)
আমেরিকার ৪৫তম প্রেসিডেন্টেরর নাম ডোনাল্ড ট্রাম্প-এটা সবাই জানেন। পৃথিবীতে আরেকজন রাষ্ট্রপ্রধান আছেন যাকে 'প্রাচ্যের ট্রাম্প' বলে অভিহিত করা হয়।
তিনি ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। রক্ষণশীলতা, একগুয়েমিসহ নানা বিষয়ে তাদের ব্যাপক মিল। কিন্তু দু'জনেই পরস্পরের কড়া সমালোচক।
অবশেষে আজ শনিবার দুই ট্রাম্পের মধ্যে সরাসরি দেখা হয়েছে। অ্যাপেক সম্মেলনে অংশ নিতে ভিয়েতনামের দানাংয়ে অবস্থান করছেন দুই রাষ্ট্রপ্রধান। সেখানেই তাদের দেখা হয়েছে। দুতার্তের প্রতিনিধি হ্যারি রক জানিয়েছেন, অল্প সময়ের জন্য হলেও এ সাক্ষাৎ উষ্ণ ছিল। ট্রাম্প দুর্তার্তেকে বলেছেন, 'আগামীকাল দেখা হচ্ছে। 'ট্রাম্প তার ১২ দিনের দীর্ঘ এশিয়া সফর শেষ করবেন ফিলিপাইন দিয়ে।
সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/১১ নভেম্বর, ২০১৭/ফারজানা
Comments