আবদুল ওয়াহ্হাব মিয়া প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন’

‘আবদুল ওয়াহ্হাব মিয়া প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন’
                                                                                      ফাইল ছবি
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, নতুন বিচারপতি না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিয়া দায়িত্বে থাকবেন। তিনি এখন সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। 
শনিবার বিকেল সাড়ে ৪টায় গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রমে প্রক্রিয়া শুরু হয়েছে। 
এছাড়া আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির পদত্যাগে কোনো শূন্যতা সৃষ্টি হয়নি। ‘বিচারপতি এসকে সিনহাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে’- ‘বিএনপির এমন অভিযোগের জবাবে আইনমন্ত্রী বলেন, তিনি (এসকে সিনহা) বিদেশ চলে গেলেন। বিদেশ থেকে তিনি (পদত্যাগ) পত্র পাঠিয়েছেন সেখানে আমরা তাকে জোর করব কোত্থেকে? এগুলো হচ্ছে অবাস্তব বক্তব্য।’ 
গত সোমবার অস্ট্রেলিয়া থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিচারপতি এসকে সিনহা। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শুক্রবার কানাডার উদ্দেশে রওয়ানা হন। সিঙ্গাপুর ছাড়ার আগেই দেশটিতে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি। আজ শনিবার দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, প্রধান বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছেছে।
ইত্তেফাক/এমআই

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা