পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

ছবি: সংগৃহীত
এবার ভেঙে পড়লো পাকিস্তানের এক যুদ্ধবিমান। এতে ওই যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন।পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঘটেছে এই দুর্ঘটনা।
দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার সকালে পাকিস্তান বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান ইসলামাবাদের শকরপারিয়ানে বিধ্বস্ত হয়েছে।
দেশটির বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। এতে ওই যুদ্ধবিমানের পাইলটের মৃত্যু হয়েছে।
তবে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থানীয় সম্পত্তির কোন ক্ষয়ক্ষতি হয়নি।
সুত্রের খবরে বলা হয়েছে, ওই অঞ্চলের 'চাদতারা' জঙ্গলের কাছে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি দেশটিতে আগামী ২৩ মার্চ প্যারেডে কুচকাওয়াচে অংশ নিতে রুটিন মাফিক অনুশীলনে ছিল।
দেশটির প্রেসিডেন্ট আফিফ আলভি পাইলট নিহতের ঘটনায় তার পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করেছেন।
যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানতে তদন্ত চলছে বলে খবরে বলা হয়েছে।
ইত্তেফাক/এসআর
Comments