বিরল ৩ সাদা জিরাফের দুটিকে হত্যা করল চোরাকারবারিরা

বিরল ৩ সাদা জিরাফের দুটিকে হত্যা করল চোরাকারবারিরা

কেনিয়ায় চোরাকারবারিরা হত্যা করেছে শাবকসহ একটি বিরল প্রজাতীর নারী সাদা জিরাফকে। দেশটির পূর্বাঞ্চলের গ্যারিসায় তাদের হত্যা করা হয়। আর মাত্র একটি সাদা জিরাফ বেঁচে আছে বিশ্বে। এটি পুরুষ জিরাফ। সেটি হত্যার শিকার হওয়া ওই নারী জিরাফের শাবক।
কনজারভেন্সির ব্যবস্থাপক মোহাম্মদ আহমেদ নূর বলেন, বিশ্বজুড়ে আমরাই একমাত্র কমিউনিটি যারা এই সাদা জিরাফগুলোর অভিভাবক।
কমিউনিটির সদস্য এবং বন কর্মকর্তারা সাদা জিরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর দিনটিকে ‘দুঃখের দিন’ হিসেবে অভিহিত করেন আহমেদ নূর। এটি গবেষক এবং কেনিয়ার প্রত্যন্ত অঞ্চলে পর্যটন বিকাশে যারা কাজ করে যাচ্ছেন তাদের জন্য অপূরণীয় ক্ষতি।
২০১৭ সালে খোঁজ পাওয়ার পর ২০১৯ সালের আগস্টে সাদা জিরাফটির জোড়া শাবক জন্ম দেওয়ার ঘটনা ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা