ফেসবুক-ইউটিউবের বিরুদ্ধে ফ্রান্সের মুসলিম সংগঠনের মামলা

ক্রাইস্টচার্চে হামলায় ৫০ জন নিহত হন। ছবি: সংগৃহীত।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ফ্রান্সের একটি মুসলিম সংগঠন। ফ্রেন্স কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ (সিএফসিএম) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে হামলার চালানোর ঘটনা ফেসবুকে সরাসরি সম্প্রচার ও ইউটিউবে ছড়িয়ে পড়ার ঘটনায় এ মামলা করেছে। খবর বিবিসির।
এই মামলাকে সমর্থন জানিয়েছে নিউজিল্যান্ড মুসলিমদের একটি গ্রুপ।
ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ অভিযোগ যাচাই করে দেখছে। অন্যদিকে ইউটিউবের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ মামলার এজাহারে ফেসবুক ও ইউটিউবের ফ্রান্স শাখার বিরুদ্ধে জঙ্গিবাদ ছড়ানো ও মানুষের মর্যাদা লঙ্ঘের অভিযোগ দায়ের করা হয়েছে।
নিউজিল্যান্ডের ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র আনোয়ারঘানি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তারা সিএফসিএমের পদক্ষেপ সমর্থন করে। ফেসবুক ও ইউটিউব বড় ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তিনি আরো বলেন, ওই হামলাকারী তার জঘন্য কাজ প্রচার করার জন্য অডিয়েন্স খুজছিল, এবং ফেসবুক সেটি করে দিয়েছে।
উল্লেখ, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের আল নূর ও লিনউড মসজিদে হামলা চালায় অস্ট্রেলীয় সন্ত্রাসী ব্রেন্টন টারান্ট। হামলায় মসজিদের ৫০ জন মুসল্লি মারা যান। এহত হন ৪০ জনের বেশি। টারান্ট হামলা দৃশ্য তার মাথায় ক্যামেরা বসিয়ে সরাসরি ফেসবুকে সম্প্রচার করে। মুহূর্তের মধ্যে বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়ে সে ভিডিও।
ইত্তেফাক/এসআর
Comments