প্যারিসে ছুরিকাঘাতে চার পুলিশ নিহত, গুলিতে হামলাকারীর মৃত্যু
- Get link
- X
- Other Apps

ফ্রান্সের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ কথা জানিয়েছে। হামলাকারী ব্যক্তি পুলিশ সদর দপ্তরের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফ্রান্সে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার সংখ্যা বৃদ্ধির প্রতিবাদে তাদের ধর্মঘট পালনের একদিন পরই এই হামলার ঘটনা ঘটল।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টনার ঘটনাস্থলে রয়েছেন। ঘটনার পরপরই ঘটনাস্থল ইলে দে লা সিটি ঘিরে ফেলে পুলিশ। সঙ্গে সঙ্গে সেখানে সর্ব সাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, হামলাকারী ব্যক্তি পুলিশ সদর দপ্তরে ২০ বছর ধরে কর্মরত ছিলেন। পুলিশ কর্মকর্তা ট্রেভার জানান, কেন ওই ব্যক্তি হামলা করেছেন তা তাঁরা বুঝতে পারছেন না।

- Get link
- X
- Other Apps
Comments