প্যারিসে ছুরিকাঘাতে চার পুলিশ নিহত, গুলিতে হামলাকারীর মৃত্যু

হামলার পর ফ্রান্সের কেন্দ্রীয় পুলিশের সদর দপ্তর ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্যারিস, ৩ অক্টোবর। ছবি: রয়টার্সহামলার পর ফ্রান্সের কেন্দ্রীয় পুলিশের সদর দপ্তর ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্যারিস, ৩ অক্টোবর। ছবি: রয়টার্সফ্রান্সের রাজধানী প্যারিসে এক ব্যক্তির ছুরিকাঘাতে চার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই হামলাকারীও। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা একটার দিকে দেশটির কেন্দ্রীয় পুলিশের সদর দপ্তর চত্বরে এই ঘটনা ঘটে।
ফ্রান্সের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ কথা জানিয়েছে। হামলাকারী ব্যক্তি পুলিশ সদর দপ্তরের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফ্রান্সে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার সংখ্যা বৃদ্ধির প্রতিবাদে তাদের ধর্মঘট পালনের একদিন পরই এই হামলার ঘটনা ঘটল।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টনার ঘটনাস্থলে রয়েছেন। ঘটনার পরপরই ঘটনাস্থল ইলে দে লা সিটি ঘিরে ফেলে পুলিশ। সঙ্গে সঙ্গে সেখানে সর্ব সাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, হামলাকারী ব্যক্তি পুলিশ সদর দপ্তরে ২০ বছর ধরে কর্মরত ছিলেন। পুলিশ কর্মকর্তা ট্রেভার জানান, কেন ওই ব্যক্তি হামলা করেছেন তা তাঁরা বুঝতে পারছেন না।
প্রথম আলো

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা