ভেনেজুয়েলা ছাড়ছে হাজারো মানুষ

ভেনেজুয়েলা ছাড়ছে হাজারো মানুষ
ভঙ্গুর অর্থনীতি, খাদ্য সংকটসহ নতুন করে রাজনৈতিক সংকটে পড়ায় হাজার হাজার মানুষ ভেনেজুয়েলা ছাড়ছে। ছবি: সংগৃহীত।
ভঙ্গুর অর্থনীতি, খাদ্য সংকটসহ নতুন করে রাজনৈতিক সংকটে পড়া ভেনেজুয়েলা ছাড়ছে দেশটির হাজার হাজার মানুষ। এসব মানুষের বেশিরভাগই প্রতিবেশী দেশ কলম্বিয়ায় পাড়ি জমাচ্ছে।
কোন ধরণের বৈধ কাগজ ছাড়াই তারা কলম্বিয়ায় ঢুকে পড়ছে। এছাড়া অনেকে ব্রাজিল ও পেরুতে প্রবেশ করছে বলে খবরে বলা হয়েছে।
ভেনেজুয়েলা ছেড়ে যাওয়া এসব লোকের ভাষ্য, তাদের দেশের (ভেনেজুয়েলা) অবস্থা ভয়াবহ।
ভেনেজুয়েলা ছাড়ছে হাজারো মানুষ

গত বুধবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধী এক বিক্ষোভের সময় বিরোধী নেতা হুয়ান গুয়াইদো বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ উল্লেখ করে নিজেকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন।
গুয়াইদোর এমন ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় সঙ্গে সঙ্গে তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন। এছাড়াও আরো কয়েকটি লাতিন আমেরিকান দেশ গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।
অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থনের কথা ঘোষণা করেছে রাশিয়া, চীন, মেক্সিকোসহ আরো কয়েকটি দেশ। এমন পরিস্থিতিতে দেশটিতে নতুন করে বড় ধরনের রাজনৈতিক সংকটের দেখা দিয়েছে।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা