দয়া করে পোস্টটি পড়ুন এড়িয়ে যাবেন না

Image may contain: 1 person, sunglasses




দয়া করে পোস্টটি পড়ুন এড়িয়ে যাবেন না, আর শেয়ার করে অন্যকে দেখার সুয়োগ করে দিন।
শর্মিষ্ঠা চাকমা ছটফটে এক পাহাড়ি আদিবাসী মেয়ে। রাঙ্গামাটি সরকারি কলেজের মেধাবী ছাত্রী হিসেবে শর্মিষ্ঠার বিশেষ পরিচিতি রয়েছে। শর্মিষ্ঠার বড়ভাই শ্যামল চাকমা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপিট বুয়েটে পড়ে। জাহেদুল ইসলাম জাহেদ, শ্যামল চাকমার খুব ঘনিষ্ঠ বন্ধু। বুয়েতে শ্যামল আর জাহেদের বন্ধুত্ব নিয়ে অনেকের হিংসে হয় বটে। কোন এক গ্রীষ্মকালীন ছুটিতে রাঙামাটিতে শ্যামলের সাথে বেড়াতে এসেছিলো জাহেদ। ঘনিষ্ঠ বন্ধু!.. তাই জাহেদকে হোটেলে না রেখে নিজের বাড়িতেই রেখেছিল শ্যামল।
রাঙামাটিতে জাহেদ শ্যামলের সাথে প্রায় একসপ্তাহ মত ছিলো। রাঙামাটির ঝুলন্ত ব্রিজ,পেদা টিং টিং সহ রাজ বন বিহারের মত দর্শনীয় জায়গা দেখে মুগ্ধ হয়ে ঢাকায় ফিরে গিয়ে ছিলো জাহেদ।
বুয়েতে ক্লাস....... শুরু পর দিন নিয়মিত বেশ অনুপস্থিত জাহেদের দেখা গেল। হঠাৎ একদিন শ্যামলের মায়ের ফোন --- শর্মিষ্ঠাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। শ্যামল খুব বিস্থিত হয়ে পড়ল এদিকে,,,, জাহেদও নেই, রাতে হঠাৎ করে জাহেদের নাম্বার থেকে শ্যামলের মোবাইলে ফোন, হ্যালো..... বলতেই অপর প্রান্ত থেকে শর্মিষ্ঠার কন্ঠ। হ্যালো!... দাদা আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। শ্যামলের আর বুঝতে বাকি রইলো না কি হয়েছে!...।।
পরে জাহেদ শ্যামলের সাথে কথা বলতে চাইলে শ্যামল কথা না বলে ফোনটা রেখেদিলো। রাঙামাটিতে শ্যামলের আত্মীয় স্বজনেরা থানায় মামলা করতে চেয়েছিলো বটে কিন্তু শ্যামলের পরিবার কোন ধরনের মামলা মোকদ্দমায় যেতে রাজি হয়নি। কারণ শ্যামলের পরিবার জানতো যেখানে একজন পূর্ণ বয়স্ক নারী আর একজন পূর্ণ বয়স্ক ছেলের সাথে সংসার করতে রাজি সেখানে মামলা মোকদ্দমায় করেই বা কি লাভ!...
যে যাওয়ার সে গেছে চিন্তা করে শর্মিষ্ঠার সাথে তার পরিবার কোন যোগাযোগ রাখেনি। তিন (০৩) বছর পর! শ্যামলের মোবাইলে অপরিচিত কোন এক নাম্বার থেকে ফোন আসলো। শ্যামল হ্যালো বলতেই, আমি ঢাকা উত্তরা থানা থেকে ওসি বলছি,, মোবাইলে অপর প্রান্ত থেকে শর্মিষ্ঠা চাকমা নামের একনারী সুই সাইড করার আগে আপনাকে অভিভাবক হিসেবে আপনার মোবাইল নাম্বার লিখে দিয়ে একটি সুইসাইড নোট লিখে গেছেন। দয়া করে দুপুরের দিকে থানায় আসতে পারবেন কি? শ্যামল চাকমা হ্যা না কিছু না বলেই মোবাইল রেখে দিলো.......!!
এভাবেই শর্মিষ্ঠা চাকমা হারিয়ে যায়, তবে চিরতরে নই! লাশ হয়ে ঠিকই আবার বাবা, মা এবং ভাইয়ের বুকে ফিরে আসে আর শ্যামল চাকমা ভেজা চোখে শর্মিষ্ঠা চাকমার লাশ গ্রহণ করতে যায়।


Source Mong Yeo Marma

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা