মহালছড়িতে বজ্রপাতে কলেজ ছাত্রীর মৃত্যু মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির মহালছড়িতে বজ্রপাতে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার ধুমনীঘাট নামক গ্রামের চন্দ্র জয় ত্রিপুরা মেয়ে মল্লিকা ত্রিপুরা (১৮) ঘুমন্ত অবস্থায় বজ্রপাতের ফলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
নিহত মল্লিকা ত্রিপুরা মহালছড়ি ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। ঘটনাস্থলটি দুর্গম এলাকা হওয়ায় এখনো পুলিশ ঘটনাস্থলে পৌছতে পারেনি।
এ ব্যাপারে মহালছড়ি থানা অফিসার ইনচার্জ জোবাইয়েরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলটি দুর্গম এলাকা হওয়ার কারণে এবং যাতায়াত ব্যবস্থা পুলিশ সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে যাওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে।
ইত্তেফাক/কেকে
Comments