শরীর থেকে রুহ কিভাবে বের হবে-

নবী করিম (সা:) বলেছেন,
“যখন একজন মু'মিন বান্দা মৃত্যু বরণ করার
সময় হয়, তখন ফেরেশতারা জান্নাত থেকে
সুগন্ধি নিয়ে দুনিয়াতে নেমে আসে এবং সেই
মু'মিন বান্দার সামনে বসে।
তারপর মৃত্যুর ফেরেশতা (আজরাঈল) অবতরণ
করে এবং সেই মু'মিন ব্যক্তিকে বলে,"খুশি হও,
আনন্দিত হও ! তোমার সাথে আল্লাহ্ তা'আলার
করা ওয়াদার ব্যাপারে আনন্দিত হও!" তারপর তিনি (আজরাঈল) রূহকে বেরিয়ে আসতে বলেন।
তিনি বলেন "হে প্রশান্ত আত্মা!শান্তির সাথে বেরিয়ে এসো ! তোমাকে আল্লাহ্ সুবহানাহুওয়া তা'আলা যে নি'আমত দিবেন,সে দিকে বেরিয়ে এসো",
“যখন একজন মু'মিন বান্দা মৃত্যু বরণ করার
সময় হয়, তখন ফেরেশতারা জান্নাত থেকে
সুগন্ধি নিয়ে দুনিয়াতে নেমে আসে এবং সেই
মু'মিন বান্দার সামনে বসে।
তারপর মৃত্যুর ফেরেশতা (আজরাঈল) অবতরণ
করে এবং সেই মু'মিন ব্যক্তিকে বলে,"খুশি হও,
আনন্দিত হও ! তোমার সাথে আল্লাহ্ তা'আলার
করা ওয়াদার ব্যাপারে আনন্দিত হও!" তারপর তিনি (আজরাঈল) রূহকে বেরিয়ে আসতে বলেন।
তিনি বলেন "হে প্রশান্ত আত্মা!শান্তির সাথে বেরিয়ে এসো ! তোমাকে আল্লাহ্ সুবহানাহুওয়া তা'আলা যে নি'আমত দিবেন,সে দিকে বেরিয়ে এসো",
নবী করিম (সা:) বলেন , সেই মু'মিন বান্দার রূহ
তখন এত সহজে বেরিয়ে আসে, ঠিক
যেমনিভাবে পানির জগ উপুড় করলে তা থেকে
পানির ফোঁটা গড়িয়ে পড়ে। দেহ থেকে এই
রূহ যেন অতি সহজে, পিছলে বের হয়ে আসে।
(ইবনে মাজা-৫৩৪)
আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ
করার তৌফিক দান করুক।
তখন এত সহজে বেরিয়ে আসে, ঠিক
যেমনিভাবে পানির জগ উপুড় করলে তা থেকে
পানির ফোঁটা গড়িয়ে পড়ে। দেহ থেকে এই
রূহ যেন অতি সহজে, পিছলে বের হয়ে আসে।
(ইবনে মাজা-৫৩৪)
আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ
করার তৌফিক দান করুক।
_____(আমিন)
Source MD Rayhan
Comments