আকাশ থেকে বিমানের পাখা ভেঙে পড়লো গাড়ির উপর!

আকাশ থেকে বিমানের পাখা ভেঙে পড়লো গাড়ির উপর!

জাপানের ওসাকা বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামের উদ্দেশ্যে যাত্রা করেছিল কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দেখা দিল বিপত্তি। হঠাৎ করেই বিমানের পাখা থেকে একটি অংশ খুলে পড়লো। সেটি গিয়ে একটি গাড়ির ছাদে উপর আঘাত করে।
কর্মকর্তারা বলছেন বিমানটি সবেমাত্র ৬ হাজার ৫শ’ ফুট উচ্চতায় উঠেছিল। তখনই ঘটে এ বিপত্তি। বিমানের পাখা থেকে যে অংশটি খুলে পড়েছে সেটির ওজন ছিল চার কেজির বেশি। এতে ওই গাড়ির পেছনের কাঁচ ভেঙ্গে গেছে। এ ঘটনায় কেউ আহত না হলেও এয়ারলাইন্স কর্তৃপক্ষ এর কারণ খুঁজে বের করতে একটি তদন্ত শুরু করেছে।

বোয়িং ৭৭৭ বিমানটিতে তিনশ’রও বেশি যাত্রী ছিল। তবে বিমানটি নিরাপদে আমস্টারডাম পৌঁছেছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু তদন্তের জন্য তারা জাপানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা