আগ্নেয়গিরি অগ্নুৎপাতের আশঙ্কায় বালি থেকে ৪২ হাজার মানুষ স্থানান্তর
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের সক্রিয় আগ্নেয়গিরি ‘মাউন্ট আগুঙ’ এর অগ্নুৎপাতের আশঙ্কায় ওই অঞ্চলের অন্তত ৪২ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দেশটির কর্তৃপক্ষ সতর্কতা জারির পর রেডক্রস এই খবর জানিয়েছে।
জানা গেছে, গত কয়েকদিন ধরেই ‘মাউন্ট আগুঙ’ এর আশেপাশে অগ্নুৎপাতের চিহ্ন দেখা দেয়। আর এতে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত শুক্রবার সর্বোচ্চ সতর্কতা জারির পর, দেশটির কর্তৃপক্ষ ওই পর্বতটির আশপাশের ১২ কিলোমিটার জায়গা থেকে বাসিন্দাদের সরে যেতে বলে।
ইতোমধ্যে, দেশটির প্রধান পর্যটক আকর্ষণকারী এই দ্বীপের বিমান পরিবহন সেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু
Comments