বান্দরবান জেলা জাতীয়তাবাদী বিএনপি দল

বান্দরবান জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে সভাপতি জনাব সাচিংপ্রু জেরীর নেতৃত্বে ম্যানমার থেকে আগত শরনার্থী রোহেঙ্গ্যাদের ত্রান বিতরণ করেন।
জেলা বিএনপি সহ সভাপতি জনাব আবদুল আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ,লামা উপজেলা বিএনপি সভাপতি জনাব আমীর হোসেন মজুমদার, লামা বিএনপি সাধারণ সম্পাদক জনাব থোয়াইনুঅং চৌধূরী( চেয়ারম্যান, লামা উপজেলা পরিষদ, ত্রান বিতরণে একান্তভাবে সহযোগিতা করেন। সাথে সাথে জেলা মহিলা দলের সভানেত্রী, কুদ্দুছ চেয়ারম্যান সাহেবের সহধর্মীনি জনাবা নিলুতাজ বেগম সহ তাঁর দলের্র মহিলা কর্মীগন ত্রান সহায়তায় ব্যক্তিগত ভাবে অংশ গ্রহন করেন।
তাঁ'দের সাথে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীগন উপস্হিত ছিলেন।
নিজদের মাঝে সংগ্রীহিত সল্পপরিসরে হলেও নিজেরা ত্রান সমুহ বিতরণ করতে পারায় সকল দেশবাশীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের প্রতি দোয়া কামনা করেন।
নমস্কার।
Comments