রাতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল বিধ্বস্ত সেই বিমানটির!

রাতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল বিধ্বস্ত সেই বিমানটির!
বিমানবন্দরে স্বজনদের আহাজারি
ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই ১৮৯ আরোহী নিয়ে সোমবার সকালে সমুদ্রে বিধ্বস্ত হয়েছে লায়ন এয়ারের একটি বিমান। গতকাল রাতেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। যা পরে ঠিক করা হয় বলে জানিয়েছেন লায়ন এয়ারের প্রধান নির্বাহী এডয়ার্ড সিরেইট।
তিনি বলেন, গতকাল রাতে বিমানটি দেনপাসার (বালি) থেকে সেংকারেং (জাকার্তা) এসেছিল। সেসময় এতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে যা ঠিক করা হয়। তবে কী ধরনের যান্ত্রিক ত্রুটি তা স্পষ্ট করে বলতে রাজি হননি তিনি।
লায়ন এয়ার বোয়িং ৭৩৭ নামের সেই যাত্রীবাহী বিমানের ১৮৯ আরোহীর কেউ বেঁচে আছে কী না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 
ফ্লাইট জেটি-৬১০ সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা থেকে পাংকল পিনংয়ের উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের ১৩ মিনিট পরপরই নিয়ন্ত্রণ কক্ষ এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড্ডয়নের এক ঘণ্টা পর বিমানটির গন্তব্যে অবতরণের কথা ছিল।সূত্র: জাকার্তা পোস্ট 
বিডি প্রতিদিন/ফারজানা

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা