শুকিয়ে যাওয়া নদী থেকে মিলছে হাজারো সোনা ও রুপার মুদ্রা

শুকিয়ে যাওয়া নদী থেকে মিলছে হাজারো সোনা ও রুপার মুদ্রা
ছবি সংগৃহীত
হাঙ্গেরির দানিউব নদীতে তেমন পানি নেই। প্রায় শুকিয়ে গেছে। আর সেখান থেকেই প্রত্নতত্ত্ববিদরা পেলেন দুই হাজারের বেশী মুদ্রা।
 
ফেরেঞ্জি মিউজিয়ামে কর্মরত প্রত্নতত্ত্ববিদ কোভাস জানান, হাজারো মুদ্রা ছাড়াও ওই নদীতে মিলেছে প্রাচীন আমলের লোহার অস্ত্র, কামানের গোলা, বর্শা, তরবারি। প্রাচীন এত মুদ্রা পেয়ে ব্যাপক খুশী সেখানকার গবেষকেরা।
 
আরেক প্রত্নতত্ত্ববিদ বালজ নাগি বলে, শুকিয়ে যাওয়া নদীতে পাওয়া মুদ্রাগুলোর ৯০ শতাংশই ১৬৩০-১৭৪৩ সালের। নেদারল্যান্ডে তৈরি হয়েছিলো মুদ্রা গুলি। এছাড়া ফ্রান্স জুরিখ ও ভ্যাটিক্যানের মুদ্রাও আছে।
 
দানিউবের পাশে বুদাপেস্টের প্রাচীন সেতুর ধ্বংসাবশেষ ও দেখা যায়। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় নাৎসিদের হামলায় ধ্বংস হয়েছিল এটি বলে জানানো হয়। তার পাশেই মিলেছে এই গুপ্তধন।
 
২২ কারাটের হাঙ্গেরিয়ান মুদ্রা ছাড়াও ফ্রান্সের মুদ্রাগুলি যে ১৬০০ শতকে ষোড়শ লুইয়ের আমলে তা নিশ্চিত করেছেন সেখানকার গবেষকেরা।
সর্বপ্রথম একজন প্রত্ন তত্ত্ব বিদ  মেটা ডিটেক্টরের মাধ্যমে এই গুপ্তধনের সন্ধান পান। সূত্র: আনন্দবাজার
 
ইত্তেফাক/এসআর    

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা