থার্টি ফার্স্টে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত’

‘‌থার্টি ফার্স্টে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত’
স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ইংরেজী নববর্ষ উদযাপনের নামে থার্টি ফার্স্ট নাইটে যাতে কোনো অরাজক পরিস্থিতি ও নাশকতার সৃষ্টি না হয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা ও দেশের শান্তি-শৃঙ্খলা কথা চিন্তা করেই উন্মুক্ত স্থান বা বাইরে কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না। এ ব্যাপারে এর আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনুষ্ঠিত সভায় আমরা কিছু বিধি নিষেধ জারি করেছি।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর রমনার ইস্কাটন গার্ডেন রোডে পুলিশ কনভেনশন হলে ‘ঢাকা মেট্রোপলিটন শুটিং ক্লাব’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও নগরীতে সন্ধার পর বারগুলোতেও কোনো মাদক বেচাকেনা করা যাবে না এবং অবৈধ মাদক বেচাকেনার বিরুদ্ধেও আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে।
আসাদুজ্জামান খাঁন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুলশান এলাকায় অনুষ্ঠান করার নামে কেউ যাতে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে সার্বক্ষণিক টহলে থাকবে।
ইত্তেফাক/কেকে

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা