জিডি না করেই পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্র

জিডি না করেই পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্র
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বাধ্যতামূলকভাবে জিডি করতে হয়। জিডি করতে থানায় গিয়েও অনেক সময় ভোগান্তির শিকার হওয়ার ঘটনা ঘটে। তবে এ বিধান আর থাকছে না। এখন থেকে জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে জিডি ছাড়াই জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও এনআইডির পরিচালক (অপারেশনস) আবদুল বাতেন এসব তথ্য জানিয়েছেন।
আবদুল বাতেন বলেন, একজন ব্যক্তির আইডি অন্য আরেকজন নিয়ে কারসাজি কিংবা প্রতারণার মাধ্যমে তাকে বিপদে ফেলতে পারেন না।  কারণ আইডি নিয়ে তার অপব্যবহার করার সুযোগ কম। সংশ্লিষ্ট নম্বরটি সার্চ দিলেই এই কার্ডটির বৈধ মালিককে তা ডেটাবেইস শনাক্ত করে থাকে।
তিনি আরও বলেন, এ ছাড়া জিডি করতে গিয়ে অনেক সময় হয়রানির শিকার হন কিংবা পুলিশ এটি করা নিয়ে টালবাহানা করে থাকে বলেও অভিযোগ আছে। তাই হারানো কার্ডটি দ্রুত সময়ের মধ্যে পেতে জিডির বিধানটি বাদ দেওয়া হয়েছে। এতে পুলিশের কাজ কিছুটা কমার পাশাপাশি আর্থিক বাণিজ্যের পথ বন্ধ হবে। পাশাপাশি হয়রানিও অনেকাংশে কমে আসবে।
 বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা