বাড়ি বাড়ি গিয়ে বিক্ষোভকারীদের খুঁজে বের করছে তালেবান : জাতিসংঘ

 

বাড়ি বাড়ি গিয়ে বিক্ষোভকারীদের খুঁজে বের করছে তালেবান : জাতিসংঘ
তালেবান বিরোধীদের বিক্ষোভ আফগানিস্তানে অব্যাহত। ফাইল ছবি
Google News

তালেবান বিরোধীদের বিক্ষোভ আফগানিস্তানে অব্যাহত। এর মধ্যে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কর্মকর্তার বরাতে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বিক্ষোভে তালেবান যোদ্ধাদের হাতে চারজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, বিক্ষোভে অংশগ্রহণকারীদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করা হচ্ছে। বিক্ষোভ বাড়লেও গত বুধবার তালেবান সব অননুমোদিত বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং বৃহস্পতিবার তারা কাবুলে টেলিযোগাযোগ সংস্থাগুলোকে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশনাও দেয়।

বিক্ষোভ চলাকালে এক তরুণসহ অন্তত চার জনের মৃত্যুর কথা জানান এ কর্মকর্তা। যারা বিক্ষোভের সংবাদ কাভার করেছেন সেসব সাংবাদিকদের ধরপাকড় ও নির্যাতনের অভিযোগ উঠার নিন্দা জানিয়ে তিনি বলেন, তালেবানরা সাংবাদিকদের হুমকি দিচ্ছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা