সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ১৩৮ সেন্টিমিটার উপরে
সিরাজগঞ্জ প্রতিনিধি১৮ আগষ্ট, ২০১৭ ইং ১৭:০০ মিঃ
সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ১৩৮ সেন্টিমিটার উপরে
সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে (শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকায়) ১০ সেন্টিমিটার কমলেও এখনও বিপৎসীমার ১৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 
 
ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সিরাজগঞ্জ জেলার কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার ৪৮টি ইউনিয়নের তিন শতাধিক গ্রামের ৩ লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। 
 
দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। 
 
জেলার ২৮৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।  গবাদি পশুর খাদ্যের সংকটে বিপাকে পড়েছে খামারিরা। জেলার বন্যা কবলিত ৫ উপজেলায় প্রায় ৪শ মেট্রিক টন চাল ও সাড়ে ১২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। 
 
কাজিপুর উপজেলার ৬টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। আর শ্রেণিকক্ষে পানি ঢুকেছে ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে। 
 
কাজীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহ আলম মোল্লা জানান, বন্যা কবলিত ৭ টি ইউনিয়নে চাল, নগদ টাকা ও শুকনা খাবার বিতরণ করা হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা