পানির নিচে রেললাইন, গোয়ালন্দ-দৌলতদিয়া যোগাযোগ বন্ধ
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা১৮ আগষ্ট, ২০১৭ ইং ১৫:৫৮ মিঃ
পানির নিচে রেললাইন, গোয়ালন্দ-দৌলতদিয়া যোগাযোগ বন্ধ
রাজবাড়ীর গোয়ালন্দে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২৪ ঘন্টায় আরো ১৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে শুক্রবার সকাল ৬টায় গোয়ালন্দ পয়েন্টে বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। রেললাইন তলিয়ে যাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গোয়ালন্দ বাজার থেকে দৌলতদিয়া ঘাট রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পৌরসভার ৪টি ওয়ার্ডে পানি প্রবেশ করায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
 
গোয়ালন্দ বাজার রেলসেতু থেকে প্রায় দুই কিলোমিটার এলাকায় রেললাইন তলিয়ে গেছে। পানির স্রোতে রেললাইনের স্লিপারের নিচের মাটি সরে যাওয়ায় লাইন দুর্বল হয়ে পড়ছে। রেলওয়ের কর্মচারীরা রেলওয়ে সেতু ও লাইন ঠিক রাখতে সকাল থেকে বিভিন্ন স্থানে বালু ভর্তি বস্তা ফেলছে। রেললাইনের পাশ দিয়ে অবস্থিত গোয়ালন্দ পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের রেলওয়ে কলোনি পাড়ার অধিকাংশ বাসিন্দার ঘরে বন্যার পানি প্রবেশ করায় পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া ১, ২ ও ৫ নম্বর ওয়ার্ডেও পানি প্রবেশ করায় অধিকাংশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। 
 
শুক্রবার দুপুরে রেলওয়ে পাকশির বিভাগীয় প্রকৌশলীসহ পরিদর্শন শেষে পাকশির বিভাগীয় প্রকৌশলী রিয়াদ হোসেন জানান, গোয়ালন্দ বাজার থেকে দৌলতদিয়া ঘাট রেললাইনের প্রায় দুই কিলোমিটার এলাকা তলিয়ে গেছে। পানির স্রোতের কারণে স্লিপারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় রেললাইনটি অনেকটা ঝুঁকির মুখে রয়েছে। একই সাথে লাইনের ১২ নম্বর সেতু দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করায় সেতুটিও ঝুঁকির মুখে রয়েছে। 
 
এদিকে বৃহস্পতিবার বিকেলে দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার ও তেনাপচা এলাকায় বন্যার্ত মানুষের মধ্যে দুই মেট্রিক টন চাউল ও নগদ এক লাখ টাকা বিতরণ করা হয়। এসময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মো. শওকত আলী, পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, ইউএনও হাসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এমআই
 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা