বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাশেদ খান মেনন
অনলাইন ডেস্ক১৮ আগষ্ট, ২০১৭ ইং ১৯:৫৭ মিঃ
বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাশেদ খান মেনন
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন দেশের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য পার্টির সকল ইউনিটের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন। 
 
শুক্রবার বিকেলে তোপখানা রোডস্থ শহীদ আসাদ মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির ঢাকা-৮ নির্বাচনী এলাকার পার্টি ইউনিটসমূহের এক যৌথসভায় তিনি এই আহ্বান জানান। 
 
রাশেদ খান মেনন বলেন, পার্টির উত্তরাঞ্চলের জেলা ইউনিটসমূহ রংপুর, দিনাজপুর, গাইবান্ধায় ত্রাণ তৎপরতা শুরু করেছে। 
 
তিনি বলেন, ঢাকার পার্শ্ববর্তী নিম্নাঞ্চলের বন্যার পানি বাড়ছে। এ কারণে ঢাকার কর্মীদের বিশেষভাবে প্রস্তুত থাকতে হবে। তিনি পানি নামার সঙ্গে-সঙ্গে কৃষি পুনর্বাসনের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।
 
 
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য তপন দত্ত, কেন্দ্রীয় বিকল্প সদস্য মোস্তফা আলমগীর রতন, বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স, নারী মুক্তি সংসদের যুগ্ম সম্পাদক শিউলী শিকদার, গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার নাহার, মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায় প্রমুখ। বাসস
 
ইত্তেফাক/ইউবি
 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা