ইমরানের ওপর আবারো হামলা
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর আবারো হামলা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে এই হামলা করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
এর আগে বৃহস্পতিবার বিকেলে শাহবাগ মোড়ে বন্যার্তদের জন্য সাহায্য সংগ্রহকালে হামলার শিকার হয়েছিলেন তিনি।
ইমরান এইচ সরকার ইত্তেফাককে বলেন, বৃহস্পতিবার হামলার প্রতিবাদে শুক্রবার বিকেল ৪টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ। কিন্তু পুলিশ তাদের কর্মসূচি পালন করতে দেয়নি। কর্মসূচি পালন করতে না পেরে তারা ১০-১২ জন যখন হেঁটে পরিবাগের দিকে যাচ্ছিলেন। তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে ১৫-২০ জন লোক তাদের ধাওয়া দেয়। তারা দৌঁড়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নেন। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ছিল বলে জানান তিনি।
এদিকে, বৃহস্পতিবার ইমরানের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ থানায় একটি মামলা করেছেন ইমরান এইচ সরকার।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান বলেন, বৃহস্পতিবার রাতে ইমরান এইচ সরকার অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে ওই মামলা করেন। ঘটনাটি তারা খতিয়ে দেখছেন।
ইত্তেফাক/ইউবি
Comments