নবীনগরে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শুক্রবার দুপুরে পানিতে ডুবে দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার বাশারুক গ্রামের মাজেদ মিয়ার শিশু পুত্র জোনাইদ (৩) ও শিশু কন্যা মারিয়া (৫) দুপুরে খাবার শেষে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় জুনাইদ পুকুরে পড়ে গেলে মারিয়া তাকে উদ্ধার করতে যায়। এই সময় দুইজনই পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
অন্যদিকে, নারায়ণপুর গ্রামের শামছুল আলম খোকনের শিশু পুত্র রায়হান (৪) নানা বাড়ি সীতারামপুর গ্রামে বেড়াতে গিয়ে শুক্রবার দুপুরে তিতাস নদীতে তলিয়ে যায়। নানা বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
Comments